মধ্যবিত্তদের জন্য সুখবর, এ মাসে ভর্তুকি মিলবে রান্নার গ্যাসে
রান্নার গ্যাসের দাম কমে যাওয়ার কারণে গত মাসে ভর্তুকি মেলেনি। তবে, এ মাসে আবারও মিলবে ভর্তুকি। তেল সংস্থাগুলো থেকে পাওয়া তথ্য অনুসারে, এ মাসে আবারও দাম বেড়েছে রান্নার গ্যাসের। ফলে বাজারদরে সিলিন্ডার কেনার পর অতিরিক্ত টাকা ভর্তুকি হিসেবে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে আসবে। একইসঙ্গে আগামী মার্চের মধ্যে সিলিন্ডারের লেনদেন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। তবে এই ভাবনা কতটা বাস্তবসম্মত সে বিষয়ে সন্দেহ রয়েছে।
গত আগস্ট থেকে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ঘোষণা ছাড়াই ধাপে ধাপে বাড়ানোর অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। সাধারণ ভর্তুকিযুক্ত গ্যাস গ্রাহকদের থেকে বাড়ানো হয়েছে উজ্জ্বলা যোজনায় ভর্তুকির টাকা। গত মাসে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ১৯০ টাকা কমে যায়। যার ফলে কলকাতায় মাত্র ৫৮৪ টাকা ৫০ পয়সায় মিলছিল রান্নার গ্যাস। জুনে আবারও ৩১ টাকা ৫০ পয়সা বেড়ে যায় গ্যাসের দাম। ফলে বর্তমানে কলকাতায় গ্যাসের দাম এসে দাঁড়ায় ৬১৬ টাকায়।
অন্যদিকে, গ্যাস কেনার ক্ষেত্রে লেনদেনের বিষয়টি ডিজিটাল মাধ্যমে করার কথা ভাবছে কেন্দ্র। বর্তমানে বেশিরভাগ গ্রাহক নগদের গ্যাসের দাম মেটান। খুব সামান্য গ্রাহক রয়েছেন যারা ডিজিটাল মাধ্যমের সাহায্যে টাকা দেন। তবে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত লেনদেন ডিজিটাল মাধ্যমে করার জন্য তিনটি রাষ্ট্রায়ত্ব সংস্থাকে জানিয়েছে কেন্দ্র। যদিও, এমন নির্দেশের কথা অস্বীকার করেছেন তেল সংস্থাগুলোর কর্তারা।