ভারতে মুক্তি পেল KIA কোম্পানির এই নতুন এসইউভি গাড়ি, সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন মনকাড়া ফিচার
Kia Sonet Facelift ভারতের বাজারে ইতিমধ্যেই মানুষের নজর কেড়েছে
১৪ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে নতুন Kia Sonet Facelift। ভারতের বাজারে এই গাড়িটি ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হতে চলেছে। ক্রেতাদের মধ্যে উত্তেজনা প্রকাশ করতে KIA কোম্পানিতে ইতিমধ্যেই একটি টিজার প্রকাশ করেছে। এই টিজারে দেখা যাচ্ছে এই এসইউভি গাড়ির নতুন আপডেটেড সমস্ত ফিচার এবং বৈশিষ্ট্য। এই নতুন টিজারে জানা যাচ্ছে এই গাড়িতে নতুন ধরনের হেডল্যাম্প ক্লাস্টার আপনি পাচ্ছেন। এছাড়াও থাকছে নতুন বেশ কিছু ফিচার। চলুন তাহলে এই গাড়িটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে ২০২৪ সালে লঞ্চ হতে চলা KIA SONET FACELIFT গাড়িতে আপনারা পেয়ে যাবেন নতুন কিছু ফিচার। মধ্যে অন্যতম হলো অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা ADAS। অর্থাৎ যদি গাড়ি চালক মুহূর্তের জন্য অসাবধান হয়ে যান তাহলে নতুন সেন্সর ব্যবহার করে গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে পারবে এই ADAS। সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই নতুন ফিচার আনা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। নতুন এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন আগের চাইতে অনেকটা বেশি বড় এলইডি হেড ল্যাম্প এবং এলইডি ডিআরএল। এই সনেট গাড়িটি GT ও X-LINE এই দুটি ভার্সানে আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। এই গাড়িতে বিশেষ ফিচার হিসেবে থাকবে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, আলাদা আলাদা ড্রাইভিং মোড ও HVAC কন্ট্রোল ফিচার থাকবে। এই গাড়িতে আপনারা ভারতের প্রথম ফাইন্ড মাই কার ফিচারটি পেতে চলেছেন। লেভেল ওয়ান ADAS সিস্টেম থাকবে এই গাড়িতে। এছাড়াও থাকবে লেইন কিপিং অ্যাসিস্ট্যান্ট, লেন ডিপারচার ওয়ার্নিং, ফরওয়ার্ড কলিশন অ্যাভয়েডেন্স অ্যাসিস্টেন্স। এছাড়াও কিছু বিশেষ সিকিউরিটি ফিচার থাকবে।
এই গাড়িতে আরো থাকবে ইলেকট্রনিক স্টেবিলটি কন্ট্রোল ফিচার। এছাড়াও থাকবে ছয়টি এয়ার ব্যাগ, ৩৬০ ডিগ্রী ক্যামেরা। KIA ইন্ডিয়র এই মডেলে অনেক রকম রং দেখা যাবে। এই গাড়িতে ম্যাট কালার আপনারা পাবেন এবং তার সাথেই পাবেন আটটি মোনোটোন এবং দুটি ডুয়ালটোন কালার। এই প্রথম পিউটার অলিভ রং এর ব্যবহার করতে চলেছে কিয়া। সেন্টার কনসোলে বাটন ক্লাটার বদলে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। এর ফলে একটা নতুন লুক আসবে গাড়িতে। তার সঙ্গে রাখা হয়েছে ১০.২৫ ইঞ্চির এই স্ক্রিন। নতুন সেলটস গাড়ির মডেলের অনুরুপে এই গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সাজিয়েছে kia। এক কথায় পুরনোর মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুনের ছোঁয়া।
এই নতুন গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন যাতে একটি ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবেন আপনি। এছাড়াও এই গাড়ির মডেল আপনি এক লিটারের একটি টার্বো পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। পেট্রোলের পাশাপাশি ডিজেলেও এই গাড়ি চলবে বলে জানিয়েছে কোম্পানি। পেট্রল ইঞ্জিনটি হবে থ্রি সিলিন্ডার টার্বো ইঞ্জিন যারা আউটপুট হবে ১২০ হর্সপাওয়ার। অন্যদিকে ডিজেল ইঞ্জিনটি হবে ১.৫ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন, যার আউটপুট হবে ১১৬ হর্স পাওয়ার। অর্থাৎ ডিজেল ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের ক্ষমতা বেশি হবে। এই গাড়ির দাম এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও। ২০ ডিসেম্বর থেকে এই গাড়িটির বুকিং শুরু হচ্ছে। এমনিতে কিয়া সনেটের বর্তমান মডেলের মূল্য ৭.৭৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১৪.৮৯ লক্ষ টাকা পর্যন্ত হয়। যেহেতু এই নতুন মডেলে আরও বেশি ফিচার আপনাদের জন্য থাকবে, তার জন্য দাম কিছুটা বেশি হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা মোটামুটি ৮ লাখ টাকা থেকে এই গাড়িটির দাম শুরু হবে।