ইলেকট্রিক স্কুটারের মার্কেটে এখন অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি হয়ে উঠেছে ওলা। এই কোম্পানিটি ভারতীয় ইলেকট্রিক সেগমেন্টে তার শক্তির প্রমাণ ইতি মধ্যেই দিয়ে দিয়েছে। তাদের প্রতিটি ইলেকট্রিক স্কুটার ভারতীয় মার্কেটে দারুন জনপ্রিয় এবং যদি কেউ ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবেন তাহলে সবার আগে মাথায় আসে ওলা কোম্পানির ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে। আজ আমরা আপনাদের জন্য একটি নতুন ইলেকট্রিক স্কুটার এর ব্যাপারে খোঁজখবর নিয়ে এসেছি যা বানিয়েছে খোদ ওলা কোম্পানিটি। চলুন তাহলে এই নতুন ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পেয়ে যাবেন আশ্চর্যজনক বৈশিষ্ট্য
আপনাদের জানিয়ে রাখি ওলা কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ড্রাম ব্রেক সিস্টেম, ফুট রেস্ট, সাইড স্ট্যান্ড, টিউবলেস টায়ার এবং আরামদায়ক আসনের মতো বেশ কিছু আধুনিক বৈশিষ্ট। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন একটি ভাল ব্যাটারি যা চার্জ হতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত সময় নেবে। একবার চার্জ হয়ে গেলে ২৫০ কিলোমিটার পর্যন্ত শক্তিশালী রেঞ্জ দিতে পারবে এই নতুন ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি।
দাম খুবই কম।
ওলা কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটারের নাম রাখা হয়েছে ২২০ ফোর্স। এই নতুন ইলেকট্রিক স্কুটার এই মুহূর্তে ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই এর দাম আমরা জেনে গিয়েছি। আপনাদের জানিয়ে রাখি এই নতুন ইলেকট্রিক স্কুটারের দাম মোটামুটি ৯৫ হাজার টাকা হবে। ওলা কোম্পানির এই ইলেকট্রিক স্কুটার হতে চলেছে ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’