Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এই মুহূর্তের বড় খবরঃ রাজনীতিতে যোগ দিচ্ছেন এই সুপারস্টার, জেনে নিন তার পরিচয়!

Updated :  Thursday, August 22, 2019 9:58 AM

অরূপ মাহাত: দক্ষিণের রাজনীতিতে বরাবরই মসিহা হয়ে উঠেছেন অভিনয় জগতের মানুষেরা। করুণানিধি, জয়ললিতা থেকে শুরু করে চিরঞ্জীবি, রজনীকান্ত সকলেই অভিনয় ছেড়ে রাজনীতিতে এসেছেন নিজের দল গড়ে। সরাসরি রাজনৈতিক দল গঠন না করেও রাজনীতির সাথে প্রবল ভাবে যুক্ত রয়েছেন এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যাটাও কম নয়। সেই পরম্পরা বজায় রেখে এবার কি তবে রাজনীতিতে যোগ দিতে চলেছেন আরেক অভিনেতা? সরাসরি এর উত্তর না মিললেও গুঞ্জন ছড়িয়েছে প্রবল ভাবে। বাহুবলী খ্যাত এই অভিনেতার সাম্প্রতিক কার্যকলাপ তেমনই ইঙ্গিত দিচ্ছে।

বাহুবলীর নায়ক দক্ষিণী অভিনেতা প্রভাস তাঁর এক ছবির প্রচারে অন্ধ্রপ্রদেশে যান। শ্রদ্ধা কপুরের সাথে অভিনীত তাঁর এই ছবিটির নাম ‘সাহো’, যা ৩০ আগস্ট মুক্তি পাবে। এই ছবির প্রচারে গিয়েই তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএসআর কংগ্রেসের জগন মোহন রেড্ডির ভূয়সী প্রশংসা করেন। আর এতেই অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন বাড়ে। অন্ধ্রপ্রদেশের বিরোধী দল তেলেগু দিশম পার্টির নেতারা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তেলেগু দিশম পার্টির স্যোশাল মিডিয়া সেল ছবিটির নেতিবাচক প্রচার শুরু করে।