আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম সকলেই ভাগ করে নেয় নেটদুনিয়ায়। সেটা হতে পারে গান, নাচ বা অন্য কোনো প্রতিভা থেকে শুরু থেকে মজার ভিডিও, অবাক করা ভিডিও, আরও কত কি। কিছুদিন আগে এই সোশ্যাল মিডিয়া থেকেই উঠে এসেছিল একটি নাম, যা রাতারাতি খুবই জনপ্রিয় হয়ে ওঠে।
তিনি বেশিরভাগ মানুষেরই পরিচিত প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল। রাণাঘাটের রেলস্টেশন থেকে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। বলিউড স্টার হিমেশ রেশমিয়ার সিনেমায় গান গেয়ে বর্তমানে সারা দেশজুড়ে অতি পরিচিত মুখ এখন তিনি। অর্থাৎ সোশ্যাল মিডিয়া তার জীবনে যেন বরদানের সমান।
এরকমই আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে একজন সাধারণ সাঁওতাল মেয়ের কণ্ঠে শোনা যাচ্ছে নেহা কক্করের জনপ্রিয় গান “মেরে তো সারে সবেরে।” এই গান শুনে মুগ্ধ সবাই। পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। অনেকের ধারণা এরকম ভাবে গেয়ে সে রীতিমতো নেহা কক্করকে টেক্কা দিতে পারবে।
তবে শুধু এই কিশোরীই নয়, আমাদের চারিদিকে এরকম বহু প্রতিভা ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র সুযোগের অভাবে সেগুলি আমাদের নজরে আসেনা। তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে।