দর্শকদের ভালবাসায় ফের প্রথম স্থানে ‘মিঠাই’, দেখুন এই সপ্তাহের টিআরপি তালিকা
‘মিঠাই’ ধারাবাহিকের শুরুতেই মিঠাই স্বয়ং বলেছিল বাঙালির হারিয়ে যাওয়া এই মনোহরা একবার খেলে এই স্বাদ সহজে কেউ ভুলতে পারবেনা। কথা মতো তাই হচ্ছে। এই মনোহরা থেকে নিজেকে কিছুতেই বঞ্চিত রাখতে পারছেন না বাংলার ৮থেকে ৮০। তাই তো বার বার টিআরপিতে প্রথম স্থান দখল করে রেখেছে মোদক পরিবার। এই সপ্তাহেও টিআরপি তালিকায় ১২.৫ পেয়ে সেরার সেরা হয়েছে মিঠাইয়ের শ্বশুড়বাড়ি মোদক পরিবার। এই টিআরপিতে সেরার সেরা থাকার নেপথ্যে থাকার রহস্য হল মিঠাইয়ের মিষ্টতা আর যৌথ পরিবারের ভালোবাসা।
টিআরপি তালিকা হচ্ছে বেশ মজার এক খেলা। এই টিআরপি হল পাশা খেলার মতো। কখন কোন ধারাবাহিক পাশা ঘুরিয়ে দেবে তা সহজে ধরতে পারবেনা। কোনদিন খড়কুটো দ্বিতীয় স্থানে থাকে তো কোনদিন কৃষ্ণকলি থাকে তৃতীয় স্থানে। প্রতি সপ্তাহে থাকে টিআরপিতে নানান চমক। কখন কে উঠবে এবং কখন কে নামবে বোঝা বেশ কঠিন। তবে জি বাংলার মিঠাই এই রেসের বাইরে। প্রতিবার সেরাটা দিয়ে থাকে এই ধারাবাহিক। মিঠাই এর থেকে খানিকটা পিছিয়ে এ ১০.৬ পেয়ে দ্বিতীয় স্থানেই কৃষ্ণকলির শ্যামা আর নিখিল।
১০.০ পেয়ে তৃতীয় স্থানে অপরাজিতা অপুর অপু আর দীপু। যমুনা সুরের প্রতিযোগিতায় জিততে পারবে কিনা তাতেই আর ৯.০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে যমুনা ঢাকি। রানী আর রামকৃষ্ণের ভক্তি প্রথমে টিআরপি তালিকার প্রথম স্থানে থাকলেও শেষের পথে অনেকটাই পিছিয়ে পড়েছে করুণাময়ী রানী রাসমণি। ৮.৭ পেয়ে পঞ্চম স্থানে রানী রাসমণি।
তবে এর মধ্যে গুণগুন সকলকে অবাক করে দিয়ে ৮.২ পেয়ে ষষ্ঠ স্থানে পিছিয়ে গিয়েছে। স্টার জলসার খড়কুটো এবারে টিআরপিতে পঞ্চম স্থানেও ধরে রাখতে পারলোনা। তবে ষষ্ট স্থান থেকে স্টার জলসা টিআরপির খাতা খোলা হয়েছে। আর তাতেই সেরা খড়কুটো পরিবার। অন্যদিকে ৭.৪ পেয়ে আগের থেকে এগিয়ে সপ্তম স্থানে মহাপীঠ তারাপীঠ রয়েছে। অন্যদিকে ৭.২ পেয়ে অষ্টম স্থানে শ্রীময়ী পিছিয়ে গিয়েছে। ৬.৮ পেয়ে নবম স্থানে দেশের মাটি একটু পিছিয়ে গিয়েছে। এবং ৬.৫ পেয়ে দশম স্থানে গঙ্গারাম।
রাত ৮টার সময়ে মিঠাইকে বিট করতে স্টার জলসাতে শুরু হয় বরণ। এই ধারাবাহিক টিআরপিতে সেরা দশে নিজের জায়গা এবারেও করতে পারলোনা। সপ্তাহ সেরা চ্যানেল’ বিভাগে জি বাংলা সংগ্রহ করেছে ৬৮০ পয়েন্ট। স্টার জলসা-র ঝুলিতে রয়েছে ৬১৯ নম্বর। জি বাংলাত ধারাবাহিক টিআরপির দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে আর বেশ ভালোই পিছিয়ে গিয়েছে স্টার জলসার ধারাবাহিকগুলি।