‘মিঠাই’কে টেক্কা দিল ‘গাঁটছড়া’, সপ্তাহ শেষে টিআরপির দৌড়ে প্রথম থেকে পঞ্চমে ‘মিঠাই’
বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে রয়েছে। কোনো ধারাবাহিক তাকে নামাতে পারছিল না। এবার সেই অসম্ভবকে সম্ভব করেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিক।
জি বাংলার ‘মিঠাই’ স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জন্য হারালো এক নম্বর স্থান। শুধুমাত্র হারালো না একেবারে প্রথম থেকে পঞ্চম স্থানে টি আর পি রেট নেমে গেল মিঠাইয়ের। খড়ি-ঋদ্ধিমানের জুটি সিড ও মিঠাইয়ের জুটিকে টেক্কা দিল। বলাই বাহুল্য সপ্তাহ শেষে টিআরপির দৌড়ে স্টার জলসাই সেরা। মিঠাইকে টেক্কা দিয়েছে স্টার জলসার ‘ধূলোকণা’, ‘মন ফাগুন’, ‘আলতা ফড়িং’।
টিআরপির দৌড়ে কার স্থান কত নম্বরে, দেখে নিন-
১) গাঁটছড়া- ১০.১
২) ধুলোকণা- ৯.৮
৩) মন ফাগুন- ৯.৭
৪) আলতা ফড়িং- ৯.৫
৫) মিঠাই- ৯.২
৬) আয় তবে সহচরী- ৯.১
৭) খুকুমণি হোম ডেলিভারি- ৮.১
৮) পিলু- ৭.৪
৯) উমা- ৭.৩
১০) গঙ্গারাম- ৭.০
জি বাংলার পর্দায় মিঠাইয়ের প্রতিদ্বন্দ্বী ‘পিলু’ ও ‘উমা’। সপ্তাহ শেষে ‘যমুনা ঢাকি’, ‘এই পথ যদি না শেষ হয়’ টিআরপির তালিকায় ১-১০’এর মধ্যে স্থান করে নিতে পারেনি। তবে ‘মিঠাই’ এক নম্বর স্থান হারানোয় কিছুটা হলেও হতাশ মিঠাই অনুরাগীরা।