Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাজেট ২০২০ : শিক্ষা ও পরিকাঠামোর উন্নয়নে বাড়তি নজর এবারের বাজেটে

Updated :  Saturday, February 1, 2020 12:50 PM

২০২০-২১ অর্থবর্ষে সরকারের মূল লক্ষ্য কী হতে চলেছে তা জানাতে সংসদে উপস্থিত হয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ বছরের বাজেট বক্তৃতা শুরু করেই তিনি জানিয়ে দেন সরকারের মূল লক্ষ্য শিক্ষা, কৃষি ও পরিকাঠামোর উন্নয়ন। সেই উদ্দেশ্যে একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন তিনি।

দেশের সাধারণ বাজেটে শিক্ষাকে গুরুত্ব দিয়ে বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা বৃদ্ধির উদ্দেশ্যে এসবিআই-কে শিক্ষা ঋণ বৃদ্ধি ও সহজ করার জন্য অনুরোধ করেন তিনি। সরকারের পক্ষ থেকে তিনি এই আবেদন রাখছেন বলে জানান অর্থমন্ত্রী। বাজেটে ৯৯ হাজার ৩০০ কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা হবে বলে জানান তিনি।

পরিকাঠামোর উন্নয়নেও বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দেশ জুড়ে সড়ক পথের উন্নয়নে বাড়তি নজর দেওয়া হবে। ২০২৩ সালের মধ্যে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে এক্সপ্রেসওয়ের কাজ সম্পূর্ণ করা হবে। চেন্নাই ও ব্যাঙ্গালোরের মধ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।