যারা পার্ক সার্কাসে আন্দোলন করছে তারা বিদেশি, সবাই বাংলাদেশি মুসলমান, বিতর্কিত মন্তব্য রাহুলের
CAA ও NRC নিয়ে বর্তমানে চারিদিকে উত্তাল দেশ। সংবিধান বাঁচানোর লড়াইয়ে প্রতিবাদ চলছে দিকে দিকে। ভারতের মতো ধর্ম নিরপেক্ষ দেশে জোর করে চাপানো হচ্ছে বিভেদের মতো সংবিধান বিরোধী মতবাদ। কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সবজায়গার মতো পার্ক সার্কাসের শাহিনবাগে চলছে আন্দোলন। সেই আন্দোলনকে কেন্দ্র করে প্রজাতন্ত্র দিবসের দিন বিতর্কে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা রাহুল সিনহা।
বিজেপি নেতা রাহুল সিনহাকে ওই আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তার বক্তব্যে তিনি জানান, যারা এদেশের নয় তাদের ভারত ছাড়তেই হবে। ভারতের পতাকা হাতে ধরলেই ভারতের নাগরিক প্রমান হয় না। যারা পার্ক সার্কাসে আন্দোলন করছে তারা বিদেশি। ওদের সবাই বাংলাদেশি মুসলমান।
আরও পড়ুন : সরস্বতী পুজোয় টানা পাঁচ দিন ছুটি রাজ্যের সরকারি কর্মচারীদের
তবে এখানেই শেষ নয়, তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিতর্কে টেনে এনে বলেন, মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শায়েস্তা করতে পারেননি। বিজেপি ক্ষমতায় এলে তা দু’মাসেই ঠিক করে দেবে। বিজেপি নেতা রাহুল সিনহার এই বক্তব্য ঘিরে চারিদিকে শুরু হয়েছে বিতর্ক।