তারাই ভারতে থাকতে পারবে যারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেবে
‘তারাই এই দেশে থাকতে পারবে যারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেবে’, শনিবার এই কথা বলে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার পুণেতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) -এর ৫৪ তম রাষ্ট্রীয় সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘ভগত সিং ও সুভাষচন্দ্র বসুর মতো মহান স্বাধীনতা সংগ্রামীর বলিদান কি ব্যর্থ হবে? স্বাধীনতার ৭০ বছর পর এসে কি আমরা ভাবতে বসবো দেশের নাগরিক গুণবো কি গুণবো না? আমরা কি দেশটাকে ধর্মশালায় পরিণত করবো?’
এরপরই তিনি বলেন এদেশে থাকতে গেলে ভারত মাতা কি জয় বলতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যে যে আসবে সেই কি এখানে থাকবে? আমাদের এই ইস্যুতে চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে হবে। ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলা বাধ্যতামূলক, আর কেবলমাত্র এই ধরণের মানুষই ভারতে থাকবেন।’ দেশ জুড়ে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য যথেষ্টই বিতর্কের সৃষ্টি করেছে।
আরও পড়ুন : ম্যাঙ্গালোরে CAA প্রতিবাদে নিহত পরিবারদের ৫ লক্ষ টাকা চেক তুলে দিল মমতার সরকার
সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বিরোধী দল গুলির বিক্ষোভের মধ্যে সাধারণ মানুষকে বোঝাতে দলের ছোট বড় সকল নেতাকে তাদের নির্বাচনী ক্ষেত্রে গিয়ে বোঝানোর নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। ধর্মেন্দ্র প্রধান গিয়েছিলেন পুণেতে সংশোধিত নাগরিক্ত আইন নিয়ে প্রচার চালাতে । সেখানেই এবিভিপির একটি সভায় নাগরিকত্ব ইস্যুতে ওই কথা বলেন তিনি। বিজেপির শরিক দলগুলি, জনতা দল ইউনাইটেড, শিরোমণি আকালী দল এবং বিজু জনতা দলগুলিও নাগরিকত্ব আইনে কিছুটা পরিবর্তন আনার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে।