মরুভূমির মাঝেই উত্তাল বেলি ড্যান্স নেচে মন জয় করলেন তিন যুবতী, মুহূর্তে ভাইরাল ভিডিও
নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।
নিত্যদিন আমরা কিছু না কিছু নতুন ঘটনার সাক্ষী ঘরে বসেই।এই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ঘটনার সাথে সাথে আমরা সাধারন মানুষের এমন অনেকই সুপ্ত প্রতিভার সন্ধান পাচ্ছি যা তার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে।এখনকার বাস্তব জীবনে যে ব্যস্ততা এবং নিজেকে শীর্ষে পৌঁছানোর জন্যে যে প্রতিযোগিতা তার জন্য নিয়ত লড়াই করে চলেছি আমরা সকলেই, এই ব্যস্ততা থেকেই নিজের মনকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই। বিভিন্ন ঘটনার সাথে সাথে নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভার ই ঝালক আমরা দেখতে পাই।
এই লকডাউন এ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের ঝোঁক আরো বেশি করে বেড়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজদের সময় কাটিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতেই। ভাইরাল হয়ছে প্রচুর ভিডিও।বেলি ডান্স আরব দেশের অন্যতম বিখ্যাত নৃত্য রূপ। আজকাল আমাদের দেশে বেলি ডান্স খুব জনপ্রিয়তা বাড়ছে শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি ভারতীয়রাও আজকাল বেলি নাচের প্রতি আগ্রহ প্রকাশ করছে। বেলি ডান্স মৃত্যু করা বেশ কঠিন। অনেক প্রাকটিসের মাধ্যমে এই নৃত্য টি শেখা যায়।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে তিনটি সুন্দর যুবতীদের পদ্মাবত সিনেমার “বিন্তে দিল” গানের সাথে বেলি ডান্স করতে দেখা যায়। আর সোশ্যাল মিডিয়ায় তাদের এই অসাধারণ নৃত্য পরিবেশনের ভিডিও আসামাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। মেহের আলী নামক একজন ডান্স কোরিওগ্রাফার এই নাচটি কোরিওগ্রাফি করেছেন। আসলে বানজারা গ্রুপ অফ ডান্স একাডেমিক তরফ থেকে এই নৃত্য পরিবেশন করা হয়।অসাধারণ কোরিওগ্রাফি এবং অসাধারণ নিত্য শিল্পী , তাদের এই পারফরমেন্সে নেট দুনিয়ার দর্শকরা মুগ্ধ হয়েছে। নেটিজেনরা এই ভিডিওটির প্রশংসা করেছে ব্যাপকভাবে।