তিনটি হিংস্র চিতা বাঘের সাথে তুমুল লড়াই উট পাখির, মুহূর্তেই ভাইরাল ভিডিও
জঙ্গল সাফারি বলতে আমরা এক রোমাঞ্চকর ট্রাভেল এর কথা মনে পড়ে। চিড়িয়াখানায় বন্ধ অবস্থায় আমরা অনেক পশুপাখি দেখে থাকি। কিন্তু জঙ্গলে বন্যপ্রাণী দেখার মজাই আলাদা। জঙ্গল সাফারি মধ্যে আলাদা একটি রহস্য রোমাঞ্চ লুকিয়ে আছে। এবং জঙ্গল সাফারিতে হয়ে থাকে নানা ধরনের অভিজ্ঞতা। জঙ্গলে মনের আনন্দে নিজের রাজত্বে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা এবং করছে নানান ধরনের আচরণ যা দেখে মন ভরে যায় পর্যটকদের। তবে যারা জঙ্গল সাফারি করে উঠতে পারে না তারাও বর্তমানে বন্যপ্রাণীদের আচরণ দেখা থেকে পিছিয়ে থাকে না সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় একের পর এক ভিডিও। ভিডিওর মাধ্যমে মানুষ আজকাল ঘরে বসেই দেখতে পায় জঙ্গলে বন্য প্রাণীদের বিভিন্ন রকম আচরণ। এইজন্যেই মানুষের অজানা কাহিনী সন্ধান একমাত্র সোশ্যাল মিডিয়ায় দিতে পারে। এবং অন্যতম বিনোদনের মাধ্যম সোশ্যাল মিডিয়া।
আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখা যায় বিভিন্ন বন্যপ্রাণীদের লড়াইয়ের দৃশ্য। যা দেখে দর্শকরা আনন্দ পেয়ে থাকেন।বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে এরকমই এক বন্যপ্রাণীদের লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়। চিতাবাঘ এবং উট পাখির চরম লড়াই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও এই ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি চিতাবাঘকে আমরা অন্যতম দ্রুতবেগের প্রাণী বলে থাকি। প্রাণিজগতের মধ্যে দ্রুততার দিক দিয়ে চিতাবাঘকে হার মানানো খুবই কঠিন। তবে উটপাখি অন্যতম দ্রুততম পাখি বলে আমরা জানি। পাখিদের মধ্যে সবথেকে দ্রুততা রয়েছে উট পাখির মধ্যে।
সম্প্রতি যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিতে দেখা যায় তিনটি চিতা বাঘ জঙ্গলে বেরিয়েছিল শিকার খুঁজতে আর তখনই তারা দেখতে পায় একটি উটপাখি, উটপাখির পিছনে ছুটতে থাকে। উটপাখি টি তাদের হাত থেকে বাঁচতে চরম গতিতে ছুটতে থাকে। চিতাবাঘ গুলি কে হার মানিয়ে এগিয়ে যায় উট পাখিটি। কিন্তু উট পাখিটি শেষ অব্দি তার প্রাণের রক্ষা করতে পারেনি, এবং দুটো চিতাবাঘ মিলে পিছন দিক থেকেই তাঁকে শিকার করে এবং তার মাংস ছিঁড়ে খেয়ে ফেলে। সত্যিই খুবই বেদনাদায়ক ঘটনা।