ফের উত্তপ্ত উত্তর কাশ্মীর, প্রাণ হারালেন তিন নিরাপত্তারক্ষী
স্টাফ রিপোর্টার: ফের উত্তপ্ত উত্তর কাশ্মীর। ঘটনাস্থল জন্মু ও কাশ্মীরের হান্ডওয়ারাতে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল সিআরপিএফ জওয়ানের। তিনজন সিআরপিএফ জওয়ানের প্রাণ গিয়েছে জঙ্গি হামলায়। আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার জঙ্গি ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির লড়াই চলে। আর সেই লড়াইয়ে প্রাণ হারান তিনজন সিআরপিএফ জওয়ান। জানা গিয়েছে, লড়াইয়ে এক অজ্ঞাত পরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে।
গত শনিবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কাশ্মীর। পাক মদতপুষ্ট জঙ্গি ও ভারতীয় নিরাপত্তারক্ষীদের লড়াইয়ে শহীদ হন কর্নেল আশুতোষ শর্মা সহ আরও পাঁচ জন নিরাপত্তারক্ষী। ফের একই জায়গায় আবার গুলির লড়াইয়ে উত্তপ্ত উত্তর কাশ্মীর। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, শ্রীনগরের থেকে ৭৫ কিমি দুরে ভারতীয় নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হয় সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী। তখন সেখানে টহলদারি করছিলেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা।
এরপর, তাঁদের ওপর হামলা চালায় ওই সন্ত্রাসবাদীরা। গোলাগুলির লড়াই চলে দুই পক্ষের মধ্যে। এরপর পুরো অঞ্চলকে সিল করে দিয়েছে নিরাপত্তাবাহিনী। সেই জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।