প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ার ঘটনায় সাসপেন্ড তিন আধিকারিক

দিল্লি : গান্ধীদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করার পর গত সোমবার প্রিয়াঙ্কা গান্ধীর দিল্লির বাড়িতে ঢুকে পড়ে পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জেড ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারা ঢুকে পড়ে প্রিয়াঙ্কা গান্ধীর…

Avatar

দিল্লি : গান্ধীদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করার পর গত সোমবার প্রিয়াঙ্কা গান্ধীর দিল্লির বাড়িতে ঢুকে পড়ে পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জেড ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারা ঢুকে পড়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ির বাগানে এবং কংগ্রেসের সাধারণ সম্পাদকের সাথে ছবি তোলার অবদার করতে থাকে। এই ঘটনা ঘিরে গতকাল সংসদ ছিল উত্তাল।

গান্ধীদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করার পর প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে এই ঘটনা ঘটার পর বিরোধীরা একযোগে আক্রমণ করে সরকারকে। সেই চাপের মুখে এই ঘটনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আধিকারিককে সাসপেন্ড করে সরকার। এদিন এই বিতর্কে রাজ্যসভায় বলতে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘প্রিয়াঙ্কা গান্ধী বলেন তার ভাই কালো গাড়িতে চেপে তার সঙ্গে দেখা করতে আসবেন। সেখানেই একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’

এর সঙ্গে তিনি এও বলেন, ‘ঘটনাটি নিয়ে হইচই না করে প্রিয়াঙ্কা আমাকে চিঠি লিখতে পারতেন। তা না করে তিনি সংবাদমাধ্যমের কাছে গেলেন।’ এর মাঝেই মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়ে যায় এসপিজি নিরাপত্তা সংশোধনী বিল, ২০১৯। এই বিলের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে, বর্তমান প্রধানমন্ত্রী, তার পরিবার ও সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার পরিবারই একমাত্র পাবেন এসপিজি নিরাপত্তা।