উত্তরাখান্ড: গতকাল, রবিবার (Sunday) উত্তরাখণ্ডের (Uttarakhand) জন্য ছিল কার্যত ভয়াবহ দিন। কার্যত হিমবাহ ফেটে যে বিপর্যয় দেখা দিয়েছে, তাতে এখনও পর্যন্ত ১৭০ জনের বেশি নিখোঁজ। মৃত্যু হয়েছে ১০ জনের। আর এবার এর ছায়া এসে পড়ল পশ্চিমবঙ্গেও (Westbengal)। কারণ, যে ১৭০ জন নিখোঁজ রয়েছে, তাদের তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুরের (East Midnapure) মহিষাদলের (Mahishadal) তিন যুবকের নাম তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই রীতিমতো এই তিন যুবকের পরিবারে দেখা দিয়েছে উদ্বেগ।
জানা গিয়েছে, মহিষাদল থেকে এই তিন যুবক উত্তরাখণ্ডের বিষ্ণুপুরে তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু উত্তরাখণ্ডে বিপর্যয়ের পর থেকে পরিবারের সদস্যরা এই তিন যুবকের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারেনি। ইতিমধ্যেই তারা খোঁজ পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডের নির্মীয়মাণ ওই জলবিদ্যুৎ প্রকল্পে ‘ওম মেটাল’ নামে একটি সংস্থার ঠিকাদার হিসাবে কাজ করেন মহিষাদলের লক্ষ্যা গ্রামের বাসিন্দা লালু জানা। ভাই বুলুকেও সেই কাজে নিয়েছিলেন তিনি। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন মহিষাদলেরই চক দ্বারিবেড়িয়া গ্রামের বাসিন্দা সুদীপ গুড়িয়া। সুদীপের ভাই বৈদ্যনাথ গুড়িয়া বলেন, ‘গত বছর ফেব্রুয়ারিতেই ভাই বাড়ি এসেছিল। আর এই বছর ১২ ফেব্রুয়ারি আসার কথা ছিল। শনিবার শেষবারের মতো ওর সঙ্গে ফোনে কথা হয়েছিল। রবিবার টিভির পর্দায় এই খবর দেখে সঙ্গে সঙ্গে ওকে ফোন করি। কিন্তু ওর ফোন বন্ধ ছিল। তারপর একে একে অন্যান্য ঠিকাদারদের ফোন করে খোঁজ নিতে শুরু করি। তখন একজন ফোন ধরে জানায় যে, ঘটনার সময় এই তিনজন বিদ্যুৎ প্রকল্পে কাজ করছিল। ওদের খোঁজ আমরা কেউ এখনও পর্যন্ত পাইনি। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।’ গ্রামের পঞ্চায়েত সদস্য স্বপন দাস আশ্বাস দিয়েছেন দ্রুত এই তিন যুবককে খুঁজে বের করার।