Weather Report: দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঝড়বৃষ্টি, আবহাওয়ার তুমুল পরিবর্তন এই দিন থেকে
দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। এদিকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের অস্বস্তিকর গরম কমার সম্ভাবনা নেই। বরং আগামী তিন দিনে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে। জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
উত্তরবঙ্গের মালদহ ও দিনাজপুরে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকলেও সোম ও মঙ্গলবার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি না-ও হতে পারে।
মঙ্গলবার দুই ২৪ পরগনা, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে এতে খুব বেশি স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কারণ, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।