দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি, আচমকাই বদলালো আবহাওয়া!

রবিবার বিকেলে আচমকাই বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া। ভ্যাপসা গরম সরিয়ে ঝড়-বজ্রপাতের সঙ্গে শুরু হলো বৃষ্টি। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, বইছে দমকা হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি কিছু…

Avatar

রবিবার বিকেলে আচমকাই বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া। ভ্যাপসা গরম সরিয়ে ঝড়-বজ্রপাতের সঙ্গে শুরু হলো বৃষ্টি। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, বইছে দমকা হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি কিছু সময় স্থায়ী হতে পারে, যা বাংলার মানুষকে সাময়িক স্বস্তি দেবে।

দক্ষিণবঙ্গের কোন জেলাগুলিতে বৃষ্টি?

আবহাওয়া দফতরের মতে, **হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানেও ঝড়-বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার আকাশও মেঘাচ্ছন্ন—যে কোনো মুহূর্তে সেখানে বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা

তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে গরমের দাপট আরও বাড়তে পারে।

কবে কমবে তাপমাত্রা?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ দিন দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বেশিরভাগ এলাকায় তীব্র গরম অনুভূত হবে।

এখন দেখার, এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরমের দাপট কতদিন পর্যন্ত বজায় থাকে।