Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলায় দুর্যোগ যেন কাটছেই না, ফের প্রবল ঝড়-বৃষ্টি কলকাতা সহ একাধিক জেলাতে

Updated :  Wednesday, May 27, 2020 10:12 PM

গত বুধবার রাজ্যের কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত। আমফানের ক্ষত সারতে না সারতেই ফের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত রাজ্যের বেশ কয়েকটি জেলা। এদিন বুধবার ফের ঝড়বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। দুর্গাপুরে বাজ পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যেসব জায়গায় আমফানের তান্ডবে বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছিল তার কিছু কিছু জায়গায় ফের বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। আরও জানান হয়েছিল, বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের দিকে একটি নিম্নচাপের জেরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যার ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই অনুমানকে সত্যি করে কলকাতা সহ রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বর্ধমান,পুরুলিয়া সহ একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে।

এদিকে গত রবিবার থেকেই উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত। গত সোমবার বীরভূম, মালদহ জেলাতে বৃষ্টিপাত হয় যার ফলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কালবৈশাখীর ফলে মালদহের আমের উপর ব্যাপক ক্ষতি হয়েছে। চাল উড়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ির। সিউড়িতে ঝড়ের দাপটে বিদ্যুতের খুটি ভেঙে গিয়েছে।