Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টাইগার শ্রফের জন্মদিনে ব্রেকআপ ঘোষণা দিশা পাটানির?

Updated :  Wednesday, March 2, 2022 2:35 PM

বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা সর্বদা সোশ্যাল মিডিয়াতে চলতেই থাকে। কারুর সম্পর্ক তৈরি হোক কি বিচ্ছেদ, তা টক অফ দা টাউন হয়ে ওঠে। বলি টাউনে টাইগার শ্রফ এবং দিশা পাটানির সম্পর্কের ব্যাপারে গুঞ্জন নতুন কিছু নয়। প্রায়ই তাদের বিভিন্ন রেস্তোরাঁয় একসাথে দেখা যায়। কিন্তু সেই সম্পর্কেই হয়তো বিচ্ছেদের আবহ ঘনিয়ে এসেছে। এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ দিশা পাটানির একটি ইনস্টাগ্রাম পোস্ট দেখে।

আসলে আজ ২ মার্চ টাইগার শ্রফের জন্মদিন। সেই উদ্দেশ্যেই অভিনেত্রী দিশা পাটানি গতকাল রাতে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেই পোস্টে টাইগারের একটি হাসিমুখের ভিডিও দেখা যাচ্ছে এবং তিনি ক্যাপশন দিয়ে লিখেছেন, “শুভ জন্মদিন আমার বেস্ট ফ্রেন্ড। কাজের জন্য কঠিন পরিশ্রম এবং সুন্দর মনোভাবের জন্য আমাদের মত লক্ষ লক্ষ মানুষ তোমায় দেখে অনুপ্রাণিত হয়। এজন্য তোমাকে ধন্যবাদ জানাই।” সবকিছু ঠিক থাকলেও নেটিজেনদের খটকা লেগেছে, “বেস্ট ফ্রেন্ড” কথাটির জন্য।

ভিডিও পোস্ট করার পর থেকেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন, “দিশা পাটনি ফ্রেন্ডজোন করে দিয়েছে টাইগার শ্রফকে”। আবার কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন করে বলেছেন, “বেস্ট ফ্রেন্ড মানে?”, আবার তো আরেকজনের মতে, “বেস্ট ফ্রেন্ড মানেই টাইগার শ্রফ ভাই হয়ে গেছেন”। সব মিলিয়ে দিশার পোস্ট করা ওই ভিডিওটি এখন ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই ওই ভিডিওতে ২ লাখের বেশি লাইক এসেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, টাইগার শ্রফ এবং দিশা পাটানি দীর্ঘদিন ধরে একে অপরের সাথে ডেট করছেন। এমনকি কিছুদিন আগে তারা শীঘ্রই বিয়ে করবেন বলে গুঞ্জন উঠেছিল। জানিয়ে রাখা ভাল, বলিউডের মাটি শক্ত করার আগেই টাইগারের সাথে পরিচয় ছিল দিশার। তারা একসঙ্গে বাঘি ২ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। প্রথমে তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে না আনলেও, ইশারা ইঙ্গিতে তাদের সম্পর্ক বহুবার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাঝেই দিশা পাটানি ইনস্টাগ্রাম পোস্ট দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। তবে দিশা ও টাইগার কি সত্যিই ব্রেকআপ করে নিয়েছে? এই বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত নয়।