প্রজাতন্ত্র দিবসে মার্শাল আর্টের স্টাইলে জাতীয় পতাকা নিবেদন করলেন টাইগার শ্রফ, ভাইরাল হল ভিডিও
দেশ জুড়ে পালিত হচ্ছে 72 তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অভিনেতা টাইগার শ্রফ (Tiger shroff) নিজের মতো করে পালন করলেন দিনটি। টাইগার শ্রফ মার্শাল আর্ট ও জিমন্যাস্টিকে পারদর্শী। টাইগার নিজের জিমে হাতে ভারতের তেরঙা পতাকা নিয়ে মার্শাল আর্টের একটি বিশেষ স্টাইলে প্রজাতন্ত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। তাঁর এই পারফরম্যান্সের ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করে টাইগার ‘জয় হিন্দ’ লিখে ভারতমাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, টাইগার নিজের শরীরকে শূন্যে 360 ডিগ্রী ঘুরিয়ে মাটিতে নেমে ভারতের জাতীয় পতাকা আন্দোলিত করছেন। এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে সুরকার এ.আর.রহমান (A.R.Rahman)-এর ‘বন্দেমাতরম’ গানটি ব্যবহার করেছেন। টাইগারের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিনেতা রাহুল দেব (Rahul Dev) টাইগারের ভিডিওটির প্রশংসা করেছেন।
টাইগারের প্রকৃত নাম জয়হেমন্ত শ্রফ (Jai Hemant shroff)। মহাদেবের ভক্ত টাইগার নিজের শরীরকে গড়ে তুলেছেন মহাদেবের শরীরের আদলে। 2014 সালে তিনি তাইকোন্ডো-এর জন্য সার্টিফিকেট পান। কিন্তু তার আগে 2012 সালে সাব্বির খান (sabbir khan) পরিচালিত ‘হিরোপন্তি’ ফিল্মের মাধ্যমে অভিনয়জগতে ডেবিউ করেন টাইগার। ফিল্মের বাণিজ্যিক সাফল্য তো ছিলই, তার পাশাপাশি টাইগারের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। ফিল্ম ক্রিটিক তরন আদর্শ (Taran Adarsh) ‘বলিউড হাঙ্গামা’য় টাইগারের অ্যাকশন সিকোয়েন্সের প্রশংসা করেন। ‘হিরোপন্তি’ -তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছিলেন টাইগার।
2019 সালের 23 শে ডিসেম্বর টাইগার নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন। চলতি বছরে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়িয়েছে 111k। টাইগারের ইউটিউব চ্যানেলের ভিউয়ারস 1.2 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। 13 ই জানুয়ারি রিলিজ করেছে টাইগারের ডান্স ভিডিও ‘ক্যাসানোভা’। রিলিজ করার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়।