হাওড়া: তিন তালাক বিল পাস হওয়া নিয়ে দেশব্যাপী যে আন্দোলন সৃষ্টি হয়েছিল, তা আজও সকলের মনে রয়ে গিয়েছে। আর এবার এতদিন পর তিন তালাক রদ আন্দোলনের মুখ তথা বিজেপি নেত্রী ইশারত জাহানের ওপর হামলা করা হল। এই ঘটনায় কার্যত গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, বৃহস্পতিবার হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা ইশরাত জাহানের বাড়িতেই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
তবে এই হামলা কোনও রাজনৈতিক দলের নয়। তাঁর শ্বশুরবাড়ির লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী। তিনি অভিযোগ করে বলেছেন, ‘এদিন দুপুর একটা নাগাদ তিনি যখন বাড়িতে একা ছিলেন, তখন শ্বশুরবাড়ির বেশ কয়েকজন লোক তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায়। এমনকি তাঁর ওপর চড়াও হয়ে অস্ত্র নিয়ে তেড়ে আসে বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকি তাঁর ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করে জামা-কাপড় ছিড়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।
তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবার শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে ঈসারত জাহানকে। এমনকি তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসে তিন তালাক রদ আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তবে এবার ঠিক কী কারণে তাঁর ওপর এই হামলা হয়েছে, তা এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ।