ব্রিক্সের অ্যাডভাইজার পদে নিযুক্ত হলেন আইএএস অফিসার টিনা দাবি

শ্রেয়া চ্যাটার্জি- ২০১৬ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বোচ্চ মান করেছিলেন টিনা দাবি। আই.এ.এস অফিসার এবং গঙ্গানগর জেলা পরিষদের সি.ই.ও এই টিনা দাবি। তিনি বি.আর.আই.সি.এস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইয়ং…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি- ২০১৬ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বোচ্চ মান করেছিলেন টিনা দাবি। আই.এ.এস অফিসার এবং গঙ্গানগর জেলা পরিষদের সি.ই.ও এই টিনা দাবি। তিনি বি.আর.আই.সি.এস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইয়ং লিডার্স এর একজন অ্যাডভাইজার পদে নিযুক্ত হন। তার কার্য সময়কাল ২০২০-২০২৩।

বি.আর.আই.সি.এস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দীপংগা সিংহি একটি চিঠির মাধ্যমে টিনাকে যা জানান, “আপনার দক্ষতা আমাদের সমাজের যুব সমাজের খুবই প্রয়োজনীয়। আপনার আদর্শেই পরবর্তী কালের যুবসমাজ চালিত হতে পারে।” তিনি প্রথম একজন আই.এ.এস অফিসার যাকে এত বড় একটি দায়িত্ব দেওয়া হলো।

বি. আর. আই. সি. এস. সি. সি. আই ভারতীয় সরকারের অধীনে একটি রেজিস্টার্ড সংস্থা। এই সংস্থাটির সঙ্গে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশের একটি অসাধারণ মেলবন্ধন রয়েছে।

About Author