Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরনে আঁটোসাঁটো টপ ও হটপ্যান্ট, বাড়ির ছাদে তুমুল নাচ ‘মা’ সিরিয়ালের ঝিলিক, ভাইরাল ভিডিও

Updated :  Monday, January 31, 2022 9:52 PM

রোজকার বিনোদনের এক অন্যতম অঙ্গ হল বিভিন্ন ধারাবাহিক। বিকেল হলেই কমবেশি সকলেই কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে বিভিন্ন ধারাবাহিক দেখে থাকেন। বিকেল ৫ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত টিভি চ্যানেলে নানান ধরনের সিরিয়াল চলতে থাকে। বাংলা সিরিয়ালের চরিত্ররা যেন বাড়ির সকলের কাছে একটি আসল পরিবার হিসেবে উপস্থাপিত হয়। কিছু বছর আগে সন্ধ্যে হলেই প্রায় প্রত্যেক বাঙালির ড্রইংরুমে বেজে উঠত, “তোমায় ছাড়া ঘুম আসে না মা” গানের লাইন। এই মা সিরিয়ালে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করা তিথি প্রত্যেক বাঙালির মন জয় করে নিয়েছিলেন তার অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে। বলে রাখা ভালো, এই মা সিরিয়াল টানা ৬ বছর ধরে ধারাবাহিক টিআরপি টেবিলে শীর্ষস্থানে জায়গা বজায় রেখেছিল।

শিশুশিল্পী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ছোট্ট ঝিলিক। তবে সে এখন বেশ বড় হয়েছে। ঝিলিক খ্যাত অভিনেত্রীর নাম তিথি। এই তিথি সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড সক্রিয় থাকে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে তাঁর অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখেন তিনি। তিথিকে হট লুকে সোশ্যাল মিডিয়ার জগতে ধরা দিতে দেখা যায় প্রায়শই। আসলে যুবতী তিথি বর্তমানে টলিউডের অন্যতম ফ্যাশন সেনসেশন হয়ে উঠেছেন। তিনি মাঝে মাঝেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন রিল ভিডিও বা লাস্যময়ী ফটোশুট পোস্ট করে থাকেন।

সম্প্রতি তিথি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার সাথে সাথে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেত্রী বাড়ির ছাদে একটি ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তুমুল নাচ করেছেন। তাঁর পরনে রয়েছে একটি আঁটোসাঁটো সাদা টপ এবং কালো জিন্সের হটপ্যান্ট। গানের তালে নাচতে নাচতে উন্মুক্ত নাভি টুকি দিয়েছে তিথির। এই ভিডিও পোস্ট হওয়ার পর চোখের পলকে তা ভাইরাল হয়ে যায়।

অভিনেত্রী পোস্ট করা ওই ভিডিওতে ইতিমধ্যেই অনেক মানুষ লাইক দিয়েছেন এবং ৫০ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। অনেকে কমেন্ট করে তিথির নাচ এবং সৌন্দর্যের প্রশংসা করেছেন। তবে একদল নেটিজেন ছোট্ট ঝিলিকের সাথে যুবতী তিথির মিল না পেয়ে কিছু মন্তব্য করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে এসেছে এই টলি অভিনেত্রী।