Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হিন্দি গানে ফাটিয়ে নাচ ‘বাংলা মিডিয়াম’এর শিক্ষিকার, শাড়ি ছেড়ে এই পোশাকে বোল্ড অভিনেত্রী

Updated :  Friday, July 14, 2023 9:05 PM

বাংলা টেলিভিশনের জগৎ’এর অন্যতম পরিচিত নাম তিয়াসা লেপচা। জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিয়াসা। ‘কৃষ্ণকলি’র শ্যামা চরিত্র নিঃসন্দেহে তাকে দর্শকদের মাঝে বিপুল পরিচিতি ও জনপ্রিয়তা এনে দিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মাঝে বেশ কয়েকমাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে এই মুহূর্তে স্টার জলসার পর্দায় আবারো দেখা মিলেছে অভিনেত্রীর। অবশ্য মাঝে জি বাংলার ‘রান্নাঘর’এর বেশ কিছু বিশেষ পর্বে সঞ্চালিকা হিসেবে দেখা গিয়েছিল তাকে।

উল্লেখ্য, স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা। এই ধারাবাহিককেও তার বিপরীতে দেখা মিলছে ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ নীল ভট্টাচার্যকে। ‘কৃষ্ণকলি’তেও পর্দায় জুটি হিসেবে দেখা মিলেছিল তাদের। দর্শকদের মাঝে নিখিল ও শ্যামা জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, তা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত ‘বাংলা মিডিয়াম’এর সাধারণ শিক্ষিকা হিসেবেই দর্শকমাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সম্প্রতি সেই শিক্ষিকারই ওয়েস্টার্ন লুক দেখে চোখ কপালে নেটিজেনদের।

Ullu অ্যাপে রিলিজ করল সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, অন্ধকার ঘরে একা দেখুন

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ ভালই সক্রিয় তিয়াসা লেপচা। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও অভিনেত্রী নিজেই শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। থেকে থেকে শুটিং ফ্লোর থেকে একাধিক ঝলকও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। পাশাপাশি এই মুহূর্তে অফিসিয়াল ভ্লগার তিনি। তবে এই মুহূর্তে নিজের বানানো সাম্প্রতিক ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিয়াসা।

সম্প্রতি তিয়াশা টনি কক্করের গানের তালেই তাল মিলিয়েছেন। এদিন অভিনেত্রী বাঘছাল প্রিন্টের ক্রপটপ ও কালো টোনড জিন্সে ছিলেন। খোলা আকাশের নীচে ‘বেলেনছিয়াগা’ গানের তালেই রিল বানিয়েছিলেন তিনি। এই মুহূর্তে অনেকদিন পর রিল বানিয়েই একাংশের নজর কেড়েছেন অভিনেত্রী। প্রশংসা কুড়িয়েছেন অনুরাগীদের মাঝেও। আপাতত, ‘বাংলা মিডিয়াম’এর এই সাধারণ শিক্ষিকা নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন।