Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tiyasha Roy: শাড়ি ভুলে হট প্যান্টে তুমুল নেচে ঝড় তুললেন ‘কৃষ্ণকলি’র শ্যামা! ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, September 22, 2021 10:08 AM

বর্তমান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকার মধ্যে একজন হলেন তিয়াসা রায়। ‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এখন বেশ টালমাটাল। টলিপাড়ায় এখন নতুন গুঞ্জন স্বামী সুবান রায়ের সঙ্গে নাকি তাঁর বিচ্ছেদ হতে চলেছে। যদিও তিয়াসা জানিয়েছেন, এই গল্প তো নতুন নয়। অনেক দিন ধরেই তাঁদের বৈবাহিক সম্পর্ক নিয়ে এ সব শোনা যাচ্ছে’। অন্যদিকে অভিনেত্রীর ২২ তম জন্মদিনে সবাই থাকলেও ছিল না তাঁর স্বামী সুবান। আসল জীবনে যাই হোক না কেন, রিল লাইফ নিয়ে বেশ মজাতে আছে সকলের প্রিয় শ্যামা। 

কুড়ির কোঠাতেই টিভির পর্দায় মা ও শাশুড়িমা হয়ে গিয়েছেন তিয়াসা। অনেক অভিনেত্রীর এই মা আর শাশুড়ি হওয়ার চরিত্র নিয়ে নানান ছুঁৎমার্গ থাকে, সেই সবের ধার কাছ দিয়েও ভাবেনন না তিয়াসা। বরং তিনি কতটা কি করলে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে পারে তাই নিয়ে বেশ ফোকাস করেন। বর্তমানে দিব্বি ছেলে-মেয়ে-জামাইকে নিয়ে পর্দা কাঁপাচ্ছেন তিয়াসা। রিলে পর্দার সব ছেলে মেয়েদের কাছে তিনি হলেন একদম ‘কুল’ মা। শ্যুটিং এর মাঝে প্রায়ই নিজের অনস্ক্রিন ছেলে শিবা ও জামাই অনিরুদ্ধকে নিয়ে রিল ভিডিও করতে দেখা যায়।

বাস্তবে শ্যামার চুল মোটেই হাঁটু পর্যন্ত লম্বা নয়, বরং তাঁর কাধ ছুঁই ছুঁই চুল। পর্দায় তিয়াসা শ্যাম বর্ণের হলেও বাস্তবে তিনি উজ্জ্বল বর্ণের৷ পর্দায় শান্ত শিষ্ট হলেও বাস্তবে তা এক্কেবারে নয়। বাস্তবে খুবই স্বাধীনচেতা আর নিজের মতো করে থাকতে ভালোবাসেন। পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। এই সোশ্যাল মিডিয়ার পেজে নিজের একাধিক ছবি আত ভিডিও শেয়ার করেন। গত কয়েক মাস ধরেই শ্যামা ওরফে তিয়াসা নিজের লুক বদলে ফেলেছেন তিয়াশা। বিভিন্ন রকম বোল্ড ফটোশুট করছেন তিনি। কখনো ওয়েস্টার্ন লুকে দেখা মিলছে তার তো কখনো ইন্দো ওয়েস্টার্ন লুকে ইন্সটাগ্রাম পেজ কাপাচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে ফটোশ্যুট শেয়ারের পাশাপাশি নানান মজার মজার রিল ভিডিও করেন৷ বর্তমানে অভিনেত্রী কৃষ্ণকলি চিত্রনাট্যের জন্য বেনারস আছেন। আর সেখান থেকে একের পর এক রিল ভিডিও বানান ও দর্শকদের মনোরঞ্জন করছেন। সম্প্রতি আরো একটি রিল ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। হট প্যান্ট আর হট লুকে শ্যামা এখন এক্কেবারে মডার্ন । হোটেল রুমে হিন্দি গানে সানগ্লাস পড়ে ‘সারা ইন্ডিয়া’ গানে তুমুল নাচলেন। অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন এই নাচ দেখে। নিমেষে ভাইরাল হয় এই রিল ভিডিও।