নিউজপলিটিক্সরাজ্য

বিনামূল্যে টিকাকরণ নিয়ে শুরু তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব, টুইট করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিল মালব্য

টিকাকরণ নিয়ে জোর দ্বন্দ্ব শুরু তৃণমূল বিজেপির মধ্যে

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গতকাল কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন এবং তাতে উল্লেখ করেছেন রাজ্যের সমস্ত মানুষ বিনামূল্যে করণা ভ্যাকসিন পাবে। প্রথম পর্যায়ে ফ্রন্টলাইন কোভিড যোদ্ধারা করোনার ভ্যাকসিন পাবে এবং পরে গোটা রাজ্যবাসী ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তবে এর বিরোধিতা করে গলায় সুর তুলেছে গেরুয়া শিবির। বিজেপির সরকারি পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya) টুইট করে দাবি করেছেন, “ভ্যাকসিন কেন্দ্র দিচ্ছে। মুখ্যমন্ত্রী আদতে মিথ্যা ঘোষণা করে ভোটব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছে।”

গতকাল বিভিন্ন জেলার পুলিশ কর্তা ও স্বাস্থ্যকর্তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে করোনার প্রতিষেধক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।” অবশ্য এই কথাকেই হাতিয়ার করে গেরুয়া শিবিরের সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে লিখেছেন, “রাজ্য সরকার প্রথম সারির কোভিড যোদ্ধাদের বিনামূল্যে টিকাকরণের বন্দোবস্ত করছে, এই বক্তব্য সম্পূর্ণ ভুল। তৃণমূল কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পোস্টার টাঙ্গানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাতে লেখা আছে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করছে দিদি। এদের নির্লজ্জতার কোন সীমা নেই।”

অমিত মালব্য আরো একটি টুইট করে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে করোনা মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ। এর আগে ডাক্তার থেকে শুরু করে পুলিশকর্মী অব্দি সবাই পিসির বিরুদ্ধে গলায় সুর তুলেছিল। আর এখন যখন কেন্দ্র সরকার ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের আগে করণা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে তখন পিসি সেই চিন্তাভাবনা নিজের নাম নিয়ে প্রচার করার চেষ্টা করছে।”

Related Articles

Back to top button