আগামী মঙ্গলবার বাংলার প্রথম দফা ভোটের জন্য নোটিফিকেশন জারি হতে চলেছে। তারই মধ্যে আজকে নির্বাচন কমিটির বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস। যদি প্রথম দফায় ৩০ বিধানসভার জন্য আসনে ভোটগ্রহণ করা হয় তাহলে ওই কয়েকটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৯ মার্চ। অর্থাৎ হাতে আর রয়েছে মাত্র ৮ দিন সময়। আবার দ্বিতীয় দফার জন্য মনোনয়ন পেশ করার শেষ তারিখ ১২ মার্চ। তাই এই মুহূর্তে সব থেকে আগে দরকার নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করা। এইজন্যই তৃণমূল ভবনে এই বৈঠক ডাকা হয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
সূত্রের মতে আজকে প্রথম তালিকা ঘোষণা করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি কেন্দ্রীয় ইলেকশন কমিটির বৈঠক বুধবার। মনে করা হয়েছে বুধবার অথবা তার পরের দিন বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে একদিন এই সমস্ত প্রার্থীর নাম ঘোষনা করে দিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস দল। ভোট ঘোষণা দিন বা পরের দিন প্রার্থী তালিকা ঘোষণা করে দেন তিনি। তবে এবারে কিছুটা পরিবর্তন হয়েছে। ভোট ঘোষণার দুই দিন হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তারই মধ্যে সোমবার বৈঠক। তবে সোমবার দিন সম্পূর্ণ প্রার্থী তালিকা হয়তো ঘোষণা করা হবে না।
প্রথম দুই দফা ভোটের জন্য সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এবার বিজেপি এবং তৃণমূল এর মধ্যে টানটান উত্তেজনা রয়েছে। এবারে বিজেপির টিকিটে অনেকজন দাঁড়াতে চলেছেন।একটা আসলে পিছনে বহু দাবিদার দাঁড়িয়ে রয়েছেন বিজেপির ক্ষেত্রে। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে আবার উৎকণ্ঠার কারণ আলাদা। দীর্ঘ দশ বছর হয়ে গেল রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে অনেক বিধায়ক এর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। তাই এবারের নির্বাচনে হয়তো তারা টিকিট পাবেন না। গুঞ্জন রয়েছে অনেক বিধায়কের আসন পরিবর্তন হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দুই দফায় নির্বাচন হতে চলেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু আসন এর ক্ষেত্রে।