রাজ্যসভার জন্য তৃণমূলের প্রার্থী তালিকা নির্বাচন করা হয়েছে। চারটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থী তালিকা পুরোপুরি সুনিশ্চিত। শুধুমাত্র একটি আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে সূত্রের খবর। যেই তিনজন প্রার্থী সুনিশ্চিত হয়েছেন তারা হলেন দীনেশ ত্রিবেদী, মৌসম বেঞ্জির নূর, এবং মনীশ গুপ্ত। আর রয়েছেন সুব্রত বক্সি। তবে তিনি যদি প্রার্থী হতে না চান তাহলে তার জায়গাতে রত্না দে নাগকে নেবে তৃনমূল।
প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসে রাজ্য থেকে ৫ টি আসন খালি হবে। সেখানে ৪ টিতে যাবে তৃনমূল আর একটি আসন বাম- কংগ্রেসের দখলে যেতে পারে বলে সূত্রের খবর। এই প্রার্থী সুনিশ্চিত করবেন তৃনমূল প্রধান নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। তিনি যা ঠিক করবেন সেটাই হবে। তাই প্রার্থী পরিবর্তন ও হতে পারে। শাসকদল প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এতটা এগিয়ে গেলেও বাম-কংগ্রেসের জোট প্রার্থী ঠিক করা নিয়ে সমস্যা হচ্ছে বলে সূত্রের খবর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বিজেপিতে ভাঙন, ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী
বামেরা সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভাতে পাঠাতে চাইছে। আর অপরদিকে কংগ্রেস তাদের একাধিক কংগ্রেস প্রার্থীকে নির্বাচিত করতে চাইছে। পূর্বে রাষ্ট্রপতি নির্বাচনের সময় ও রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রেও বামেরা সমস্যার সৃষ্টি করেছিল। সেই জন্য কংগ্রেস এবার আর বামেদের নয় তাদের নিজেদের প্রার্থীকেই রাজ্যসভাতে পাঠাতে চাইছে। সেক্ষেত্রে কংগ্রেসের প্রথম প্রার্থী হিসেবে নাম রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর। এছাড়া আরও অন্যান্য নাম ও রয়েছে। এবার দেখা যাক শাসকদলের বিরুদ্ধে কোন দল প্রার্থী হিসেবে রাজ্যসভাতে যাবে.