একুশে নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারে মাঠে নেমে পড়েছে। গেরুয়া শিবিরের প্রচার করতে মাঝে মাঝেই কেন্দ্রীয় নেতারা বাংলা সফরে আসছেন। আজ অর্থাৎ শুক্রবার আবারো বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বাংলা সফরে এসে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের এলাকায় জনসভা করবেন। আসলে এই জনসভা হওয়ার কথা ছিল বেশ অনেকদিন আগেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরের দিন ইজরাইল দূতাবাসের সামনে বোমাবাজি হওয়ায় জাতীয় নিরাপত্তার স্বার্থে তার বাংলা সফর বাতিল করা হয়েছিল। সেই বাধা মঞ্চে আজ বক্তৃতা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ সকালবেলা কোচবিহার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চতুর্থ পরিবর্তন যাত্রার সূচনা করেছেন। ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে শাসকদল বারংবার কটাক্ষ করছে। এবার উত্তরবঙ্গ থেকে অমিত শাহ সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন। তিনি বলেছেন, “বিজেপির পরিবর্তন যাত্রা কোনো মুখ্যমন্ত্রী বা বিধায়ক পরিবর্তন করার জন্য নয়। গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রার মাধ্যমে তারা বাংলায় চলা অরাজকতার পরিবর্তন করতে চায়। ভারতীয় জনতা পার্টি বাংলার মাটি থেকে দুর্নীতি মুছে ফেলতে চায়। এই পরিবর্তন যাত্রা করা হচ্ছে যাতে বাংলা থেকে কাটমানি নেওয়ার সংস্কৃতি তুলে দেয়া যায়।”
এছাড়াও আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করতে গিয়ে বলেছেন, “এবার পিসি ভাইপোর দুর্নীতি শেষ করার দিন এসেছে। পরিবর্তন যাত্রার মাধ্যমে পিসি ভাইপো দুর্নীতি দূর করা হবে রাজ্য থেকে। এই পরিবর্তন যাত্রায় কৃষকদের দুর্দশা দূর করা হবে।” তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, “দিদিকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। ১০ বছর ধরে শাসন করার পরেও বাংলার কোন উন্নতি করতে পারেননি তিনি। তাই এবার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে শাসনভার দেওয়া হোক।” এছাড়াও তিনি বেশ আত্মবিশ্বাসী সুরে বলেছেন, “মমতার বাংলায় দুর্নীতিতে ভরে গেছে। মমতা কিছু আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এবারের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে জয়যুক্ত করুক বাংলার মানুষ। নরেন্দ্র মোদি জিতলে পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা তৈরি করবে।”













