Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অস্বস্তিতে মোদী সরকার, বিশ্ব গণতন্ত্র সূচকে ১০ ধাপ নামলো ভারত

দেশের গণতান্ত্রিক পরিবেশ যে সুরক্ষিত নয় সেই অভিযোগ মোদী জামানার প্রথম থেকেই করে আসছে বিরোধীরা। সেই অভিযোগ যে একেবারেই মিথ্যা নয়, তার প্রমাণ দিল বিশ্ব গণতন্ত্র সূচক। বিশ্বের প্রায় সব…

Avatar

দেশের গণতান্ত্রিক পরিবেশ যে সুরক্ষিত নয় সেই অভিযোগ মোদী জামানার প্রথম থেকেই করে আসছে বিরোধীরা। সেই অভিযোগ যে একেবারেই মিথ্যা নয়, তার প্রমাণ দিল বিশ্ব গণতন্ত্র সূচক। বিশ্বের প্রায় সব ক’টি দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কী অবস্থায় তৈরী করা সূচকে আগের অবস্থান থেকে ১০ ধাপ নেমে গেলো ভারত। কেন্দ্রের একের পর এক আইন তৈরীর প্রক্রিয়ায় কাঁটা হয়ে থাকবে এই সূচকের অবনমন। যা মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটা বড়ো ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : ‘বিতর্কে বসতে হলে আমার সাথে বসুন’ সিএএ নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ওয়েইসির

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সমীক্ষায় প্রকাশ, আগের থেকে ১০ ধাপ কমে ভারতের অবস্থান বর্তমানে ৫১ নাম্বারে। ২০০৬ যখন প্রথম বিশ্ব গণতন্ত্র সূচক প্রকাশ করা হয় তখন ভারত ১০-এর মধ্যে ৭.২৩ নাম্বার পেয়েছিল। এবার সেটা কমে হয়েছে ৬.৯। বিশ্ব গণতন্ত্রের গড় সূচক ৫.৪৪ -এর চেয়ে ভারতের মান বেশি হলেও আগের থেকে অবস্থানের অবনমন ঘটায় অস্বস্তিতে সরকার। এর কারণ পর্যালোচনা করতে এসে সরকারের অনড় মনোভাবের কথায় উঠে আসছে। কাশ্মীরে ৩৭০ ধারা লোপ, জনমতের বিপক্ষে এনআরসি লাঘু করা ও সর্বোপরি জনসাধারণের ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপকেই এর কারণ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

About Author