Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজকের দিনলিপি : ১৬ ই নভেম্বর দিনটি কেন বিখ্যাত

ঘটনা আজকের দিনে 1380 সালে ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ কর মুক্তির ঘোষণা দেন। আজকে দিনে 1801 সালে নিউইয়র্ক ইভেনিং পোষ্টের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। আজকের দিনে 1824 সালে নিউইয়র্ক নগরীর…

Avatar

ঘটনা

  • আজকের দিনে 1380 সালে ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ কর মুক্তির ঘোষণা দেন।
  • আজকে দিনে 1801 সালে নিউইয়র্ক ইভেনিং পোষ্টের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
  • আজকের দিনে 1824 সালে নিউইয়র্ক নগরীর এভিনিউ খুলে দেওয়া হয়।
  • আজকের দিনে 1869 সালে পোর্ট সৈয়দে সুয়েজখাল আনুষ্ঠানিকভাবেই নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

জন্ম

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
  • আজকের দিনে আইরিশ চিত্রকর 1793 সালে ফ্রান্সিস ড্যানবি জন্মগ্রহণ করেন।
  • 1890 সালে আজকের দিনে হেমেন্দ্রনাথ ঘোষ অবিভক্ত ভারতের প্রথম সেরাম ভ্যাকসিন, পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী জন্মগ্রহণ করেন।
  • 1895 সালে আজকের দিনে চৌধুরী রহমত আলী ব্রিটিশ ভারতীয় পাকিস্তানি জাতীয়তাবাদী, জন্মগ্রহণ করেন। যিনি পাকিস্তান শব্দের প্রবক্তা।

মৃত্যু

  • আজকের দিনে 1812 সালে দা টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা।
  • 1986 সালে আজকের দিনে নাট্যকার বিধায়ক ভট্টাচার্য মৃত্যুবরণ করেন।
About Author