BB Specialআজকের দিনলিপি

২৬ শে সেপ্টেম্বর বিখ্যাত কেন?

Advertisement
  • 1820 সালে আজকের দিনে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার জন্মগ্রহণ করেন।
  • 1580 সালে স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্রপথে বিশ্বভ্রমণ সমাপ্ত করে মাতৃভূমি ইংল্যান্ডে ফিরে আসেন।
  • 1989 সালে আজকের দিনে একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
  • 1981 সালে আজকের দিনে মার্কিন টেনিস খেলোয়ার সেরেনা উইলিয়ামস জন্মগ্রহণ করেন।
  • 1936 সালে আজকের দিনে উইনি ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের মহিলা শাখার প্রধান জন্মগ্রহণ করেন।

Related Articles

Back to top button