BB Specialআজকের দিনলিপি

জানেন 27 সেপ্টেম্বর বিখ্যাত কেন?

Advertisement

ঘটনাবলী
১) স্পেনের বিরুদ্ধে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি হয়েছিল এক 1821 সালে আজকের দিনে।
2) 1962 সালে আজকের দিনে উত্তর ইয়েমেন গঠিত হয়।

ন্ম
১)আজকের দিনে 1907 সালে ভগৎ সিং ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রশিদ্ধ ভারতীয় বিপ্লবী জন্মগ্রহণ করেছিলেন। ২)1924 সালে ফ্রেড সিঙ্গার মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ মহাকাশ গবেষক পদার্থবিদ জন্মগ্রহণ করেন।
৩) 1932 সালে যশ চোপড়া ভারতীয় চলচ্চিত্র আজকের দিনে জন্মগ্রহণ করেন।

মৃত্যু
১)1833 সালে আজকের দিনে রাজা রামমোহন রায় প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলনে ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনীক যিনি আজকের দিনে মৃত্যুবরণ করেন।

২)1933 সালে কামিনী রায় একজন বাঙালি কবি যিনি আজকের দিনে মৃত্যুবরণ করেন।

৩)1971 সালে নাজমুল হক বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা আজকের দিনে মৃত্যুবরণ করেন।

অন্যান্য
আজ বিশ্ব পর্যটন দিবস।

Related Articles

Back to top button