আজকের দিনলিপি

জানেন কি ৩ অক্টোবর দিনটি কেন গুরুত্বপূর্ণ?

Advertisement

৩ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৬তম (অধিবর্ষে ২৭৭তম) দিন। বছর শেষ হতে আরো ৮৯ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
দিল্লিতে 19 তম কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে।

জন্ম
১৮৯৯ – লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।
১৯৭৩ – লিনা হিডি, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৮৮ – আলিসিয়া ভিকান্দার, সুয়েডিয় অভিনেত্রী।

মৃত্যু
১৮৯৬ – উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।
১৯৮৯ – ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশী উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। (জ. ১৯৩১)

Related Articles

Back to top button