৬ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৯তম (অধিবর্ষে ২৮০তম) দিন। বছর শেষ হতে আরো ৮৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী :
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ক্যামেরুন।
জন্ম :
১৮৩১ – রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।
১৮৯৩ – মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিদ।
১৯০৮ – মোহাম্মদ মোদাব্বের, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক।
১৯৩০ – রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক।
১৯৪৬ – টনি গ্রেগ, ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।
১৯৬৬ – শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার।
মৃত্যু :
১৯৯২ – বিল ও’রিলি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০০০ – রিচার্ড ফার্নসওয়ার্থ, মার্কিন অভিনেতা ও স্টান্ট। (জ. ১৯২০)
২০১২ – আন্তোনিও থিসনেরস, একজন পেরুদেশীয় কবি।