প্রথম পাতা / BB Specialআজকের দিনলিপি : ৮ই নভেম্বর দিনটি কেন বিখ্যাত আজ বিশ্ব আরবানাইজেশন ডে। 1731 সালে আজকের দিনে ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম লাইব্রেরী প্রতিষ্ঠা করেন 1881 সালে আজকের দিনে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় সম্পাদনায় বালক-বালিকাদের সাপ্তাহিক আর্য কাহিনী প্রকাশিত হয় 1910 সালে… By Anirban Kundu November 8, 2019 whatsapp [#128] Created with Sketch. আজ বিশ্ব আরবানাইজেশন ডে। 1731 সালে আজকের দিনে ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম লাইব্রেরী প্রতিষ্ঠা করেন 1881 সালে আজকের দিনে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় সম্পাদনায় বালক-বালিকাদের সাপ্তাহিক আর্য কাহিনী প্রকাশিত হয় 1910 সালে আজকের দিনে নির্বাচনে প্রথম নারী ভোট প্রদান করা হয় 1895 সালে আজকের দিনে জার্মান পদার্থবিদ উইলিয়াম রঞ্জন এক্স রে আবিষ্কার করেন। 1906 সালে আজকের দিনে বিখ্যাত কথা সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ এর মৃত্যু হয় 1933 সালে আজকের দিনে আফগানিস্থানেররাজা নাদির শাহ আততায়ীর হাতে মৃত্যু বরণ করেন 1933 সালে আজকের দিনে লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী ভারতীয় আলোকচিত্রশিল্পী মৃত্যুবরণ করেন