দেশনিউজ

ভয়ানক পরিস্থিতি, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গন্ডি পেরোল

গত ২৪ ঘন্টায় দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন।

Advertisement

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের ও মৃতের সংখ্যা। আর প্রতিদিনই পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করছে করোনা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গন্ডি পেরোল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক রেকর্ড বৃদ্ধি। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, মৃতের সংখ্যাতেও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮৭ জনের।

দেশে করোনাতে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৬০২ জনের। তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এখনও পর্যন্ত দেশে ৬ লক্ষ ৩৫ হাজার জন। দেশে সুস্থতার হার ৬৩.৩৪ শতাংশ। দেশের যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসের কবলে পড়েছেন তাদের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক, গুজরাট, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা।

দেশে যেভাবে রোজ সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই দেশের বিভিন্ন জায়গাতে লকডাউন ঘোষণা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে এরকম ভাবেই সংক্রমণ কিছুটা হলেও কমানো সম্ভব।

Related Articles

Back to top button