দেশনিউজ

কৃষকদের ডাকে আজ ভারত বনধ, দেশ অচল হওয়ার সম্ভাবনা প্রবল

Advertisement

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক ইউনিয়নগুলি। গত বেশ কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে এই আন্দোলন চালাচ্ছে কৃষক নেতারা। হরিয়ানা, পাঞ্জাব, কর্ণাটক, কেরালা থেকে হাজার হাজার কৃষকরা পায়ে হেঁটে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছে। কার্যত সরকার এবং কৃষকদের মধ্যে এই লড়াই বিক্ষোভের চেহারা নিয়েছে। এক দফায় সরকারের সঙ্গে বৈঠক হয়ে যাওয়ার পরও কোনও সমাধান সূত্র মেলেনি। আর তাই আজ, মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে কৃষকরা। আর কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে রয়েছে দেশের ১১ বিরোধী দল। কিন্তু আন্দোলনকারী কৃষকদের বক্তব্য, তাদের আন্দোলন মঞ্চে কোনও রাজনৈতিক নেতাকে উঠতে দেওয়া হবে না। কোনও রাজনৈতিক দলকে পাশে চাই না বলেও বার্তা দেওয়া হয়েছে কৃষক ইউনিয়নগুলির পক্ষ থেকে।

গতকাল, সোমবার দিল্লির সিঙ্ঘু সীমান্তে কৃষক নেতা দর্শন পাল এ প্রসঙ্গে বলেন, ‘আগামিকাল গোটা দিন বনধ পালন করা হবে। চাকা জ্যাম করা হবে বিকেল ৩টে পর্যন্ত।  তবে যাই হোক আমরা কৃষকদের আন্দোলন মঞ্চে কোনও রাজনৈতিক নেতাকে উঠতে দেব না। এর পাশাপাশি আজকের এই ভারত বনধকে যে কোনও মূল্যে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছে কৃষক সংগঠনগুলি। তবে দিল্লি সীমান্তের প্রতিটি বাজার-দোকানে ধরনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে কৃষকদের সমর্থন করে একাধিক ক্রীড়াবিদ নিজেদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের তারকা বক্সের বিজেন্দ্র সিং কৃষি আইন প্রত্যাহার না করলে তিনি তাঁর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর তারই মধ্যে গতকাল, সোমবার আন্দোলনকারী কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবনের দিকে যাত্রা করেছিলেন বিজেন্দ্র সিং সহ একাধিক অ্যাথলিট। জানা গিয়েছে, তাঁরা তাঁদের মেডেল ফিরিয়ে দিতে যাচ্ছিলেন। কিন্তু তাদের থামিয়ে দেয় পুলিশ।

আজকের এই ভারত বনধে অংশ নিচ্ছে একাধিক শ্রমিক সংগঠন। ফলে আজ দিনভর দিল্লিতে পণ্য পরিবহণ ব্যবস্থা অচল হওয়ার আশঙ্কা প্রবল। তবে দিল্লি পুলিস জানিয়েছে, জোর করে দোকান বন্ধ করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, আন্দোলনকারী কৃষকরা জানিয়ে দিয়েছে, বনধে কাউকে জোর করা হবে না। সব মিলিয়ে আজকের এই বনধকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Back to top button