আজ শিশু দিবস, জেনে নিন কেন এই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়

শ্রেয়া চ্যাটার্জি : ১৮৮৯ সালে আজকের দিনে জন্ম হয় জহরলাল নেহেরুর। তিনি ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনি শিশুদের খুব পছন্দ করতেন এবং শিশুদের প্রতি তার অগাধ ভালোবাসা ই আজকের দিনটিকে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : ১৮৮৯ সালে আজকের দিনে জন্ম হয় জহরলাল নেহেরুর। তিনি ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনি শিশুদের খুব পছন্দ করতেন এবং শিশুদের প্রতি তার অগাধ ভালোবাসা ই আজকের দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করার প্রধান কারণ।

১৯৬৪ সালের আগে পর্যন্ত নভেম্বর মাসের ২০ তারিখ শিশু দিবস হিসেবে পালন করা হতো। কিন্তু নেহেরুর মৃত্যুর বছর থেকেই ওই দিনটি বদল করা হয়, রাষ্ট্রসংঘ শুধু ভারতে নয় সমগ্র বিশ্বে নেহেরুর জন্মদিন কে শিশু দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করে।

এই দিন বিদ্যালয়গুলিতে বাচ্চাদেরকে চকলেট এবং নানান রকম উপহার দেওয়া হয়। অনেক স্কুলে অঙ্কন প্রতিযোগিতা , নৃত্য প্রতিযোগিতা এবং গানের প্রতিযোগিতা করে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হয়। এখন বিভিন্ন এনজিওর দৌলতে এই দিনটিতে অনাথ শিশুরা বা পথশিশুরাও নানান রকম উপহার, খাবার পেয়ে থাকে। একজন সফল রাজনীতিবিদ ছাড়াও তিনি ছিলেন কবি, সাহিত্যিক এবং দেশপ্রেমিক। সর্বোপরি তাঁর এই শিশুদের প্রতি ভালোবাসার জন্য তিনি চাচাজি নামে পরিচিত।