ইন্দিরা গান্ধীর জন্মদিনে রাহুলের আবেগঘন টুইট

নয়াদিল্লি: ইন্দিরা গান্ধী, ভারতীয় রাজনীতিতে এই নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কংগ্রেস হয়তো নিজের অস্তিত্ব হারাতে বসেছে, কিন্তু রাজনৈতিক নেত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং শক্তির অধিকারীণী হিসেবে ইন্দিরা গান্ধীর নাম ভারতের রাজনৈতিক ইতিহাসের আজীবন জ্বলজ্বল করবে। আজ, বৃহস্পতিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর ১০৩তম জন্মদিন। আর তাঁকে ১০৩তম জন্মদিনের শ্রদ্ধা জানালেন তাঁর নাতি রাহুল গান্ধী। শ্রদ্ধা জানাতে ভোলেনি তাঁর দল কংগ্রেসও।

আজ দিল্লির শক্তিস্থলে গিয়ে ইন্দিরা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান রাহুল। টুইটারে ঠাকুমা সম্পর্কে তিনি লেখেন, ‘একজন দক্ষ প্রধানমন্ত্রী এবং শক্তিস্বরূপিণী ছিলেন শ্রীমতি ইন্দিরা গান্ধী। তাঁর জন্মদিনে আমার সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। গোটা দেশ আজও তাঁর বলিষ্ঠ নেতৃত্বকে স্মরণ করে। কিন্তু আমি তাঁকে আমার ভালবাসার দাদি হিসেবেই স্মরণ করছি। তাঁর শেখানো কথাগুলি আমাকে প্রতিনিয়ত প্রেরণা যোগায়।’

কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও দলের বলিষ্ঠ দলনেত্রী তথা দেশের শক্তিশালী প্রধানমন্ত্রীকে জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম জানানো হয়েছে। সেখানে টুইট করে লেখা হয়েছে, ‘একজন প্রবর্তক, দূরদর্শী, প্রকৃত নেত্রী এবং ভারতের মহান কন্যা ইন্দিরা গান্ধী দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী থেকে অনেক বেশি কিছু ছিলেন। দেশকে মহিমান্বিত ও সমৃদ্ধশালী করতে তিনি সর্বশক্তি নিয়োজিত করেছিলেন। ভারতের ইন্দিরার জন্য আমরা গর্বিত।’