Today Trending Newsনিউজরাজ্য

আজ বছরের শেষ বলয়গ্রাস, মেঘলা আকাশে কলকাতায় আংশিক সূর্যগ্রহণ

Advertisement

আজ বিশ্ববাসী দেখতে পাবে বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ কিন্তু মেঘলা আকাশের কারণে গ্রহণের দেখা মিলবে কিনা সে বিষয়ে সংশয় আছে। বলয়গ্রাস হলেও কলকাতায় দেখা যাবে আংশিক। তবে যদি আকাশ পরিষ্কার থাকে তবেই কলকাতা থেকে গ্রহণ দেখতে পাবে মানুষ। পশ্চিমবঙ্গ সহ গোটা বিশ্বে দেখা যাবে সূর্যগ্রহণ। সকাল ৭ টা ৫৯ মিনিট থেকে সকাল ১০টা ৩০মিনিট পর্যন্ত। যার রেশ থাকবে দুপুর দেড়টা পর্যন্ত।

আরও পড়ুন : কাল সূর্যগ্রহণ, সৌরবিজ্ঞানীদের কাছে একটি বিশেষ দিন

ভারতের বেশিরভাগ রাজ্যগুলিতে বলয়গ্রাস দেখা গেলেও কোলকাতায় দেখা যাবে সূর্যের আংশিকগ্রহন। জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণ মানুষকে কিছু সাবধানতা অবলম্বন করতে বলেছেন। তারা জানিয়েছেন গ্রহন দেখার জন্য সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে, নয়তো অতিবেগুনি রশ্মি ও ইনফ্রারেড রশ্মির আঘাতে রেটিনার সমস্যা হতে পারে। যেতে পারে দৃষ্টিশক্তিও। কোনভাবেই খালি চোখে দেখা যাবে না সূর্য গ্রহন। এতে চোখের ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সোলার ফিল্টার, অ্যালুমিনিয়াম মিলার ফিল্ম এবং দৃশ্যমানতা যুক্ত কালো পলিমার ও গ্রহন দেখার জন্য যেসব চশমা পাওয়া যায় তা দিয়ে গ্রহণ দেখা যেতে পারে। বলয়গ্রাস সূর্যকে অনেকটা আংটি বা বালার মতো দেখতে লাগে।

Related Articles

Back to top button