চার দিন শুনানির পরেও নিষ্পত্তি হল না রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার। গত তিন দিন ধরে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছিল আদালতে, সোমবার রাজীব মামলার চতুর্থ দিন ছিল কিন্তু আজ তার শুনানি হয়নি।
সামনেই পুজোর ছুটি বলে রায় নিয়ে আগ্রহ রয়েছেই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পূজাবকাশের আগে শেষ কাজের দিন। তাই গতকাল মঙ্গলবার কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমার এর আগাম জামিনের মামলায় রায়দান করা হবে বলে জানিয়েছে হাইকোর্টের বিচারপতি শুভাশীষ দাশগুপ্ত ও শহিদুল্লা মুন্সীর বেঞ্চ।
তবে রায় যে পক্ষেই যাক, রাজীব সিবিআই দুপক্ষেরই সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। হাইকোর্ট রাজিবকে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছিল। কিন্তু তেমনটা ঘটেনি। এখন শুধু দেখার রায় কি দেন বিচারপতি।