জল্পনার অবসান, আজই বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
মঙ্গলবার কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছাড়ার পর থেকেই রাজনৈতিক চর্চা তুঙ্গে। সিন্ধিয়ার বিজেপিতে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা। সম্ভবত সেই জল্পনার অবসান হতে চলেছে। আজ সাড়ে ১২টা নাগাদ সিন্ধিয়া বিজেপিতে যোগদান করতে পারেন। দিল্লির বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
মঙ্গলবার সিন্ধিয়া অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গিয়েছিলেন। আর সেখান থেকে ফিরেই দুপুর ১২ টা নাগাদ তিনি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিন। যদিও কংগ্রেস নেত্রী সেটি গ্রহণ না করে দল থেকে বহিস্কার করে দেন। সিন্ধিয়ার সাথে আরও ২১ জন কংগ্রেস বিধায়ক ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। আগামী ১২ই মার্চ সিন্ধিয়া আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেবেন।
আরও পড়ুন :মধ্যপ্রদেশে টালমাটাল পরিস্থিতি, কমলনাথের মাস্টারস্ট্রোকের উপর ভরসা কংগ্রেস নেতৃত্বের
সূত্রের খবর অনুযায়ী সিন্ধিয়াকে রাজ্যসভার সাংসদ করা হতে পারে। শুধু সাংসদ নয় , তার মন্ত্রী হবার রয়েছে ও প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ই মার্চ তিনি মনোনয়ন পত্র জমা দিতে পারেন। বিজেপির এই নতুন চালে কার্যত টলমলে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। কংগ্রেসের ভাঙ্গন এখন শুধু কিছু সময়ের অপেক্ষা। কংগ্রেসের ভাঙন ধরানোর জন্য কংগ্রেস বিধায়কদের নজরবন্দি করে রেখেছিলো গেরুয়া শিবির। আর সময় হতেই সেই কাজ সম্পূর্ণ করে নিলো বিজেপি। কংগ্রেস সরকারের পতন হলে আবার ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপির শিবনাথ সিং চৌহান। তবে দলের এই উত্থান বা পতন পুরোটাই নির্ভর করছে সাধারণ মানুষের উপর। ভোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমান দেবে কে থাকবে আর কে যাবেন এমনটাই বলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ।