বারুইপুরে গেরুয়া শিবির জনসভায় আজ একমঞ্চে শুভেন্দু ও রাজীব, গেরুয়াতে নাম লেখাতে পারেন দীপক অধিকারী

নির্বাচনের আগে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দল প্রতিদিন জেলার অন্দরে জনসভা করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এরইমধ্যে বাংলা গেরুয়া…

Avatar

নির্বাচনের আগে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দল প্রতিদিন জেলার অন্দরে জনসভা করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এরইমধ্যে বাংলা গেরুয়া শিবির একুশের বিধানসভা নির্বাচন জেতার উদ্দেশ্যে পূর্ণ উদ্যমে মাঠে নেমে পড়েছে। তারাও প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করে সাধারণ মানুষকে শাসকদলের অরাজকতা সম্বন্ধে অবগত করছে এবং গেরুয়া শিবির শাসনে সোনার বাংলা তৈরি হবে বলে জানাচ্ছে। তেমনভাবেই আজ বারুইপুরে সভা করতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।

আজ অর্থাৎ ২ রাফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জনসভা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। এই জনসভাতে তাদের সাথে থাকবেন কেন্দ্রীয় গেরুয়া শিবিরের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সূত্র মারফত জানা গিয়েছে যে আজকের জনসভা থেকেই শুভেন্দু অধিকারি ও রাজীব বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করবেন আরো এক তৃণমূল বেসুরো নেতা। তিনি হলেন প্রাক্তন ডায়মন হারবারের বিধায়ক দীপক হালদার। তিনি গতকাল অর্থাৎ সোমবার তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন।

দীপক হালদার বেশ কিছুদিন ধরেই শাসকদলের বিরুদ্ধে গলায় সুর তুলছিলেন। শাসকদলের একাধিক কর্মকাণ্ডে তিনি যে অসন্তুষ্ট হয়ে ছিলেন তা তার কার্যকলাপ দেখেই বোঝা যাচ্ছিল। এমনকি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভাতে তিনি অনুপস্থিত থাকলে এটা একপ্রকার ধরে নেয়া হয় তিনি তৃণমূল ছাড়ছেন। আর এবার সেটাই সত্যি হলো। গতকালই তৃণমূল ছাড়ার ঘোষণা করে দিয়েছেন তিনি। এবার আজ বারুইপুরে গেরুয়া শিবিরের জনসভায় তিনি ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ বারুইপুরে গেরুয়া শিবিরের জনসভা শুরু হওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছে। বিজেপির যোগদান মেলা ও জনসভাকে ঘিরে বারুইপুরের এলাকাকে গতকাল রাত্রে গেরুয়া পতাকা মুড়ে ফেলা হয়েছিল। তবে সকাল হতেই বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। গেরুয়া শিবির অভিযোগ জানিয়েছে যে এই কাজ বারুইপুর পৌর এলাকার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা করেছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির কর্মীরা।