কলকাতানিউজরাজ্য

স্বস্তির খবর রাজ্যবাসীর, রাজ্যের ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর

Advertisement

বেশ কয়েকদিন ধরেই রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবার কারণে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। তার উপর বৃষ্টির সেভাবে দেখা নেই। মাঝেমধ্যে কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। দেখা নেই কালবৈশাখীর। ঠান্ডা বাতাস ও বইছে না। আকাশ পুরো পরিষ্কার। যার জন্য মানুষ এই গরমে খুব কষ্ট পাচ্ছেন। এদিকে লকডাউনের জেরে বাইরে যাবার ও সুযোগ মিলছে না।

তবে এবার আবহাওয়া দফতর জানিয়েছে যে আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ও বেশ কিছু জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবতার জন্য আজ দুই বঙ্গে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে।

এর সাথেই বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে ফলে সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা প্রবল। এই জন্য পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার মানুষদের। উত্তর-পশ্চিম ভারতেও আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টির ও সম্ভাবনা রয়েছে। আবার দক্ষিণবঙ্গের মালদহ, নদীয়া, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর ও দুই ২৪ পরগনার ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Back to top button