নিউজরাজ্য

রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টি নামবে এই সমস্ত জেলাতে

কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে

Advertisement

বৃষ্টির ঘাটতিতে এতদিন নাজেহাল অবস্থা ছিল দক্ষিণবঙ্গবাসীর। গতকাল অর্থাৎ রবিবাসরীয় দিনে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ এবং দুপুরের দিকে ঝেঁপে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। এরপর আজ সোমবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ প্রধানত মেঘলা আকাশ দেখা যাবে। বেলা গড়ালেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। কারণ বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কিছু কমছে না এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রী সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ উত্তর ২৪ পরগনার কিছু অংশে। বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। ওই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে আগামী চার দিন। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাত হবে কোচবিহার, কালিম্পং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে।

Related Articles

Back to top button