আবহাওয়া দফতর পুজোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু মা দুর্গার আশির্বাদে পুজোতে সেরকম কোনো বৃষ্টির কবলে পড়েনি মানুষজন। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।
দশমীর পর থেকেই আকাশে দেখা যাচ্ছে কালো মেঘ। সকাল থেকেই মহানগরীর আকাশ মেঘলা। মাঝে মাঝে রোদের দেখা মিললেও, তা নামমাত্র। আবার কোথাও কোথাও এক পসলা বৃষ্টিও হয়েছে।
বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। সারাদিন ধরে চলবে এই বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টা এরকম বৃষ্টি চলবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।