Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ধর্ষণ ও খুনের হুমকি বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, পথে নামল টলিপাড়ার তারকারা

Updated :  Monday, January 25, 2021 4:00 PM

কলকাতা: কোনও রাজনীতি (Politics) নয়, মানুষের কথা বলার অধিকার নিয়ে আজ, সোমবার (Monday) পথে নেমেছে টলিপাড়ার (Tollywood) এক অংশ। মহিলাদের দিকে এই ধরণের হুমকি আসতে এক মুহূর্ত সময় লাগছে না। অনলাইনে ক্রমাগত ধর্ষণ ও খুনের হুমকি পেতে পেতে বিধ্বস্ত টলি শিল্পীদের কিছু অংশ। বাংলার মাটিতে সেই হুমকির বিরুদ্ধে সোচ্চার হতে আজ পথে নামে টলিউডের বিশিষ্ট তারকাগণ।

সম্প্রতি টলি অভিনেত্রী সায়নী ঘোষ, দেবলীনা দত্ত থেকে শুরু করে সুরকার ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়কে বেশ কিছুদিন ধরে ফেসবুক, টুইটারের মাধ্যমে একাধিক হুমকি, আক্রমণের মুখে পড়তে হয়েছে। সোশ্যাল সাইটে নিজেদের মত প্রকাশ করার পর থেকেই বিভিন্নরকম হুমকিতে জর্জরিত হতে থাকেন তারা। নির্দিষ্ট কোনও দল নয়, সমস্তরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুললেন তারা আজকের এই প্রতিবাদ সভার মাধ্যমে।

এই সভার নাম দেওয়া হয়েছে ‘ এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার’। বিভিন্নরকম পোস্টারের মাধ্যমেই তুলে ধরা হয়েছে সভার বক্তব্য। পোস্টারের মধ্যে এক মহিলার ছবি আঁকা। যার চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। ছবির নিচে একটি পরিচ্ছেদে প্রকাশিত হয়েছে প্রতিবাদীদের অভিব্যক্তি। তাতে লেখা, ‘এই মাটি নারীর সম্মান রক্ষার জন্যে সবার আগে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আজও হবে না। কোনও নারীকে অপমান করা, তাকে ট্রোল করা, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা বাংলার সংস্কৃতি নয়।’

অভিনেতা-অভিনেত্রীদের মতে তাদের ওপর ক্রমাগত মানসিক অত্যাচার চলছে। তাই এই প্রতিবাদ সভার আয়োজন নিয়ে সকল টলি তারকারাই খুশি। পরিচালক রাজ চক্রবর্তী থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন আজকের এই সভায়। ছিলেন কৌশিক সেন ও ঋদ্ধি সেনের মতন তারকারাও। মহিলা কমিশনের অধ্যক্ষা লীনা গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন আজ। সব মিলিয়ে হুমকি ও আক্রমণের অন্ধকারকে ঘুচিয়ে নতুন আলোর পথ দেখাবে টলিপাড়ার এই প্রতিবাদ সভা।