Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোর পর টানতে টানতে জিমে নিয়ে গেলেন ট্রেনার, অঙ্কুশের ভিডিও দেখে হাসি নেটদুনিয়ায়

Updated :  Thursday, October 29, 2020 7:25 PM

লকডাউনের সময় দীর্ঘ দিন ধরে বন্ধ জিম, ফলে ফিটনেস উত্সাহীরা ভীষণ মিস করেছেন তাদের জিমখান। এখন প্রায় সব জিম খুলে গেছে। কিন্তু খুললে হবে কি? যদি আপনি বেকে বসেন, যদি আলিস্যি আপনার ঘাড়ে চেপে বসে তখন কি আর শরীরকে বাগে আনা যায়? সেরকমই নাস্তানাবুদ হলেন এক ট্রেনার।

টলি পাড়ার এই ট্রেনার অঙ্কুশকে শরীর চর্চায় সাহায্য করেন, আজ সেই ট্রেনার অঙ্কুশের পা ধরে টানাটানি করে বাগে আনতে চাইছেন। কিন্তু অঙ্কুশও বাচ্চাদের মতন আবদারের গুঁতোয় জিমে যেতে নারাজ। একেবারে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থায় অঙ্কুশের একটাই উক্তি “আর পারব না, পারব না”। এদিকে ট্রেনারও পা হিঁচড়ে অভিনেতাকে নিয়ে যায় শরীরচর্চা করাতে। দেখুন সেই মজার ভিডিও।

 

View this post on Instagram

 

Pujor por prothom din gym e..

A post shared by Ankush (@ankush.official) on

অঙ্কুশের এই করুণ অবস্থা দেখে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীর মতো টলি সেলেবরা একেবারে হেসেই খুন। শুধুই কি সেলেব? অঙ্কুশ হাজরা যা করলেন, তা দেখে একেবারে হেসে লুটোপুটি নেটিজেনরা। অঙ্কুশ যেই মাত্র তাঁর এই ভিডিও নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেন সেই মাত্র তা বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়ে যায়।