Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভাইফোঁটা নয়, বোন-ফোঁটা নিলেন সোহিনী, ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, November 18, 2020 9:31 PM

সোমবার অনেক বাড়িতেই ফোঁটা দেওয়ার নিয়ম নেই। কিন্তু অনেকেই ফোঁটা দিয়েছেন। মূলত ভাইদের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই ফোঁটা দেওয়া হয়। ভাইরা বোনেদের রক্ষা করবে আর বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করবে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এক দৈত্য বধের পর, বোন সুভদ্রা কৃষ্ণের কপালে জয়তিলক (ফোঁটা) পরিয়ে মিষ্টি খেতে দেন। সেই থেকেই ভাইফোঁটার প্রচলন। এই ব্যাপারে অবশ্য অন্যান্য মতও প্রচলিত আছে। থাক সেসব কথা, এইবার আর ভাইফোঁটা পালন করলেন না টলিউডের এক পরিচিত অভিনেত্রী সোহিনী সরকার। ভাইফোঁটার দিনে বোনফোঁটা উৎসবে মাতলেন অভিনেত্রী। দিদির থেকে ফোঁটা নিলেন, আর নিলেন আশীর্বাদ। বোনফোঁটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অভিনেত্রী। অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর এমন কাজকে আবার অনেকে ফাজলামি বলে কটাক্ষ পর্যন্ত করেছেন। অবশ্য সোহিনী কারোর কোন মন্তব্যে পাল্টা মন্তব্য করেননি। মেয়েদের সুরক্ষার কথা ভেবে, নারী জাতির অগ্রগতির কথা ভেবেই ছকবাধা নিয়ম থেকে বেরতে পেরেছেন। সমাজের প্রচলিত রীতির বিরুদ্ধে গিয়ে এমনব কাজ সত্যি প্রশংসনীয়। দেখুন সোহিনী সরকারের বোন ফোঁটা পর্বের ভাইরাল ভিডিও।